Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিতদের শপথ গ্রহণ

এখন সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর , ২০২৪, ১১:১৬:৫৬ এম

 

নিজস্ব প্রতিবেদক, চৌগাছা : চৌগাছা রিপোটার্স ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ক্লাব কার্যালয়ে শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণ বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শপথ বাক্য পাঠ করান চৌগাছা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জাহিদুর রহমান বকুল।

শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সিনিয়র সহসভাপতি খালেদুর রহমান, সহসভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, অর্থ সম্পাদক মহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক আহম্মদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুন্সি সাগর, পত্রিকা বিষয়ক সম্পাদক শাহীন সোহেল, নির্বাহী সদস্য খলিলুর রহমান জুয়েল ও মেহেদি হাসান শিপলু। সদস্যদের মধ্যে তিনজন শপথ গ্রহণ করতে পারেননি। পরবর্তীতে তারা শপথ নিবেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার প্রধান শিক্ষক শাহীন মাহবুব, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, দপ্তর সম্পাদক কবিরুল ইসলাম, সাংবাদিক এবি সিদ্দিক মন্টু প্রমুখ। শপথ শেষে নবাগত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন।

প্রসঙ্গত.গত ১৯ জানুয়ারি রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)