❒দ্বি-বার্ষিক নির্বাচন ২০ ফেব্রুয়ারি

ট্যাকসেস বার এসোসিয়েশন যশোরের ৪৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০১:০৯:১৩ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: ট্যাকসেস বার এসোসিয়েশন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার ১৫ পদের বিপরীতে ৪৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৫ ফেব্রুয়ারি। বিষটি নিশ্চিত করেছেন ট্যাকসেস বার এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইসহক।

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট’র নেতৃতে সভাপতি প্রার্র্থী শেখ তাজ হোসেন তাজু ও সাধারণ সম্পাদক প্রার্থী বোরহান উদ্দীন সিদ্দিকী প্যানেল ১৫টি পদে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। শনিবার সকালে নির্বাচন কমিশনার মো. ইসহকের কাছ থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। বাকি প্রার্থীরা বিচ্ছিন্নভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ওই প্যানেলটির মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেল্ াআইনজীবী সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট, এসোসিয়েশনের সভাপতি প্রার্থী শেখ তাজ হোসেন তাজু, সাধারণ সম্পাদক প্রার্থী বোরহান উদ্দীন সিদ্দিকী, আমিরুল ইসলাম তন্ময়, রফিকুজ্জামান সজিব, প্রবীর চক্রবর্তী, সাইদুর রহমান শান্ত, আরিফুর রহমান রিমু, আজগর আলী প্রমুখ।

ট্যাকসেস বার এসেসিয়েশনের নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়পত্র জমা ও বাছাই  ৫ ফেব্রুয়ারি সকাল ১০ থেকে ২টা পর্যন্ত। আপিল ও নিস্পত্তি শুনানি ৭ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি মনোনয়নপ্রত্র প্রত্যাহার।  চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি। এসোসিয়েশনের নিজম্ব কার্যালয়ে  ভোটগ্রহণ হবে ২০ ফেব্রুয়ারি দুপুর ১২ থেকে বিকেল ৪টা পর্যন্ত। এসোসিয়েশনের ১২১ জন সদস্য তাদের নেতা নির্বাচন করবেন।