মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : কেসিসি মেয়র

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০৮:৪১:১৪ এম

 

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলার চর্চা করতে হবে।

সিটি মেয়র রোববার সকালে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি মেয়র বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ বদিউজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম সরদার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর এবিএম অহিদুল ইসলাম, কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ফয়েজুল ইসলাম টিটো, ছাত্রলীগ নেতা সজল হোসেন তালুকদার, মোঃ মাহাবুব হাসান ইমন, সাবেক ক্রীড়া সম্পাদক নূরে আলম সিদ্দিক। স্বাগত বক্তৃতা করেন প্রফেসর মোঃ আব্দুর রশীদ ও প্রফেসর মোঃ শেখ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।