আশাশুনি প্রতিনিধি: রোববার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর এর সভাপতিত্বে আসন্ন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ হাসানুজ্জামান, মেডিকেল অফিসার ডা. মিনাক বিশ্বাস ও এস আই জুয়েল আহমেদ।
সভায় এসএসসি পরীক্ষা সংক্রান্ত উপজেলা পরীক্ষা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ইউএনও রনি আলম নূর, সদস্য মাধ্যমিক শিক্ষা অফিসার, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল কৃষ্ণ পদ মণ্ডল। এছাড়া প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠিতব্য এসএসসিতে ২ হাজার ৬১২, দাখিলে ৯২৩, ভোকেশনালে ৪৫ পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে বলে সভায় জানানো হয়।