আশাশুনিতে ১৫ হাজার টাকার জাল বিনষ্ট

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ১০:০৫:২৯ এম

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বিভিন্ন নদ-নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

রোববার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে আশাশুনির খোলপেটুয়া নদীতে ‘বিশেষ কম্বিং অপারেশন’ পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।

এ সময় নদী হতে অবৈধ ১ টি বেহুন্দী জাল এবং ৪ মশারী জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৫ হাজার টাকা। জব্দকৃত জাল দয়ারঘাট স্কুল সংলগ্ন এলাকায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট উজ্জ্বল অধিকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।