Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আজ শুরু হচ্ছে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

এখন সময়: বুধবার, ৭ জানুয়ারি , ২০২৬, ০১:৫৭:৫৫ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক : যশোরে আজ বুধবার শুরু হচ্ছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে হবে এবারের আসর। দুটি গ্রুপে বিভক্ত হয়ে ৮ টি দল খেলবে এ টুর্নামেন্টে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ও আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি। ম্যাচগুলো হবে ৫০ ওভার করে। ২৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের কোনো খেলা নেয়। আগামী ১মার্চের খেলায় মুখোমুখি হবে কালেক্টরেট স্কুল ও বাদশাহ ফয়সাল ইসলামী ইনসটিটিউট,ঈদগাহ। ১৪ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এদিকে, আজ খেলা শুরুর আগে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি থাকবেন প্রাইম ব্যাংক যশোরের এস এ ভিপি মোস্তফা মাহমুদ। সভাপতিত্ব করবেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোকসেদ সফী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)