Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের ভূমিকা অপরিসীম : যশোর ডিসি

এখন সময়: রবিবার, ১৬ মার্চ , ২০২৫, ০৯:৪৮:১৯ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেন। দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের ভূমিকা অপরিসীম। বিভাগটির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই কন্যা শেখ হাসিনা।

মঙ্গলবার কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আয়োজিত দিবসটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন দিবসটি পালন উপলক্ষে একটি র‌্যালি হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহযোগিতায় জেলা প্রশাসন এসব কর্মসূচি পালন করে।

 আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরফিুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজা প্রমুখ।

এর আগে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)