প্রধান শিক্ষককে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে পৌঁছে দেয়া হলো বাড়িতে

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ১০:১৪:৪৫ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের পূর্ব আবাদ কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর রহমানকে রাজসিক বিদায় জানালো শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা। ৩২ বছরের কর্মস্থল ছেড়ে সোমবার বিদায় নেয়া এই শিক্ষকের পা ধুয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে চেয়ারে বসে যাওয়া বিদায়ী প্রধান শিক্ষক শাহিনুর রহমানের পেছনে কেঁদে কেঁদে ছুটে চলে শিক্ষার্থীরা। স্কুল থেকে বিদায় নেয়ার আগেও শিশু শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে।

এর আগে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খাজা নুর রহমান। প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান। বিদায়ী প্রধান শিক্ষক শাহিনুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেলেন। উপস্থিত ছিলেন কচুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মাহমুদ হোসেন, সদর উপজেলা যুব মহিলালীগের আহ্বায়ক ফাতেমা আনোয়ার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবুল কালামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা।