Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কপিলমুনি প্রেসক্লাবে অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর , ২০২৪, ১১:৪১:২৭ এম

 

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : সাংবাদিকরা জাতির বিবেক। তাই বিবেকবোধ ও আত্মমর্যাদা যাতে না হারায় সেদিকে সাংবাদিকদের সজাগ থাকতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী ধারাবাহিক উন্নয়নকে পত্রিকার পাতায় তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানান। সোমবার সকালে কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের কার্যকরী পরিষদের নবনির্বাচিত সদস্যদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা- ৬ (কয়রা -পাইকগাছা) এর সংসদ সদস্য মো. রশিদুজ্জামান এসব কথা বলেন।

কপিলমুনি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জিএম হেদায়েত আলী টুকুর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, ইউপি চেয়ারম্যান  কওসার আলী জোয়ার্দ্দার, প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, হরিঢালী ইউনিয়ন আ’লীগের আহবায়ক শেখ বেনজির আহমেদ বাচ্চু, সদস্য সচিব গাজী মিজানুর রহমান, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, আ’লীগ নেতা সরদার মোজাফফর হোসেন ও এম মাহমুদ আসলাম। কোরআন তেলাওয়াত করেন  ডা. আলহাজ বি এম এ জব্বার। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক জিএম আসলাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এস এম আব্দুর রহমান ও ক্রীড়া সম্পাদক এইচ এম শফিউল ইসলাম।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট লেখক ও শিল্পী জিএম এমদাদ আলী। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মিলন দাশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)