Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে ছয়দিন অনশনের পর প্রেমিক প্রেমিকার বিয়ে

এখন সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ০৬:৪২:১০ পিএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের পাজাখোলা গ্রামে প্রেমিকার ছয়দিন অনশনের পর দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। গত বৃহস্পতিবার বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের দাবি নিয়ে নিশানবাড়ীয়া ইউনিয়নের এক কলেজ ছাত্রী (১৯) পার্শবর্তী জিউধরা ইউনিয়নের গোপাল মন্ডলের ছেলে আকাশ মন্ডলের বাড়িতে আসে। প্রেমিক আকাশ মন্ডল একমাস ধরে কোনো যোগাযোগ না করলে তাদের বাড়িতে আসে মেয়েটি। এরপর আকাশ মন্ডল গা ঢাকা দেয়।
স্থানীয়দের মধ্যস্থতায় ওই কলেজ ছাত্রীকে আকাশ মন্ডলের বাবা তাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। পরবর্তীতে দুই ইউনিয়নের চেয়ারম্যানের উদ্যেগে আকাশ মন্ডলকে বাড়িতে এনে গত (১৪ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের বিয়ের ব্যবস্থা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর শংকর কুমার রায় ও স্থানীয় গণ্যমান্যরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)