আলমডাঙ্গায় কৃষকদের মাঝে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৫:৪৬:৩১ পিএম

 

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ সংরক্ষণ পাত্র গতকাল সকাল ১১টায় বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস চত্বরে পার্টনার প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৮ জন কৃষকের হাতে ৫৮ পাত্র তুলে দেয়া হয়। পাত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়।

চুয়াডাঙ্গা জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ পরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ হীরক কুমার সরকার, যশোর অঞ্চলের আধুনিক প্রযুক্তির মাধ্যমে বীজ সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ আবুল হাসান, চুয়াডাঙ্গা জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক(উদ্যান) কৃষিবিদ মোমরেজ আলী।

বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন। তিনি বলেন, পার্টনার প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে বীজ সংরক্ষণকারী সকল কৃষককে এই পাত্র সরবরাহ করা হবে।