Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহ জেলা আ.লীগ সহ-সভাপতি এমএম জামান মিল্লাতের ইন্তেকাল

এখন সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারি , ২০২৫, ১০:০৬:৩৮ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এমএম জামান মিল্লাত ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...................রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি দুরারোগ্য ব্যধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কোটচাঁদপুরের রাজনৈতিক সহকর্মীসহ দলীয় নেতা-কর্মীদের মাঝে শোকের ছাঁয়া নেমে আসে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হওয়ার পর এমএম জামান মিল্লাত কোটচাঁদপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সংগঠনকে সুসংগঠিত করে রাজপথের রাজনীতিকে বেগবান করেন। যে কারণে তিনি বহুবার কারাবরণ করেন। তিনি ১৯৬৬ সালের ৯ জানুয়ারি ফরিদপুর জেলা শহরের পূর্ব খাবাশপুর লঞ্চঘাট পাড়ায় জন্মগ্রহণ করেন। এমএম জামান মিল্লাত মরহুম আব্দুল খালেক সরদার ও মরহুমা রওশনারা বেগমের দ্বিতীয় পুত্র। শুক্রবার বাদ জুম্মা পান্থপথে জানাজা নামাজ শেষে আজিমপুর কবরস্থানে লাশ দাফন করা হয়।
এমএম জামান মিল্লাতের মৃত্যুতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দিন মিয়াজী, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী কামাল হাওলাদার, আলমগীর কবির, মাসুদ রানা পলাশ ও শফিকুল ইসলাম শফি শোক জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)