মণিরামপুরে সরকারি রাস্তা কেটে ঘের নির্মাণের অভিযোগ

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০৯:২৯:০৭ এম

 

মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলায় সরকারি রাস্তায় মৎস্য ঘের নির্মাণ ও বড় একটি রেইন্ট্রি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার জয়পুর গ্রামের মাদ্রাসা শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ। এলাকাবাসীর বাধ্রা মুখে ঘের নির্মাণ বন্ধ  রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালামসহ স্থানীয়রা জানান, জয়পুর মৌজায় জেলা পরিষদের একটি বড় পুকুর রয়েছে। পুকুরের দক্ষিণ পাশ দিয়ে ২৫ ফুট চওড়া সরকারি একটি রাস্তা আছে। ওই রাস্তার দুই পাশে মাদ্রাসা শিক্ষক রফিকুল ইসলামের জমি। সরকারি রাস্তাটি তিনি দখল করে রেখেছেন।

স্থানীয়দের অভিযোগ, রফিকুল ইসলাম সরকারি ওই রাস্তার মাটি কেটে ইট ভাটায় বিক্রি করেন। মাটি কেটে পাড় বেঁধে মৎস্য ঘের নির্মাণ শুরু করেছেন।

মুনসুর আলী, আবু হানিফ ও আবদুল জব্বারসহ আরো অনেকে বলেন, সরকারি রাস্তার মাটি কেটে ঘের নির্মাণ করলে মানুষজনের যাতায়াতের সমস্যা হবে। যার কারণে গত সোমবার এলাকাবাসী বাধা দেয়।

ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, স্থানীয় লোকজনের সহায়তায় তিনি মৎস্য ঘের নির্মাণ বন্ধ করে দিয়েছেন। সরকারি ওই জমিতে থাকা একটি বড় রেইন্ট্রি গাছ রফিকুল ইসলাম কেটে নিয়েছেন।

এ ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, সরকারি জমিতে থাকা গাছ না, তার ভাইয়ের জমিতে থাকা গাছ তিনি কেটে নিয়েছেন।

উপসহকার ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে মঙ্গলবার অফিসের একজনকে সত্যতা যাচাইয়ের জন্য পঠিয়েছিলেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলী হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত করে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।