আলমডাঙ্গা অফিস : ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- স্লোগানে আলমডাঙ্গা উপজেলায় আলোচনা সভা হয়েছে। গতকাল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মাঠে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি ।