আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বেলা ১১টায় হারদী ইউনিয়নের কুয়াতলা মাঠে ছিল এই আয়োজন।
আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীনের সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ডিএই মুহাম্মদ আরশেদ আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কায়ছার ইকবাল, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের যশোর অঞ্চল মনিটরিং কর্মকর্তা হীরক কুমার সরকার, সাবেক ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, ইউপি সদস্য মর্জিনা খাতুন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল আজম ও দৈনিক স্পন্দন পত্রিকার আলমডাঙ্গা অফিস প্রধান অধ্যক্ষ জামসিদুল হক মুনি।
সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, খাদেমুল বাসার, এবিএম মমিন-অর রশিদ, আব্দুর রফিক, নজরুল ইসলাম, মর্তুজাজামান, উনজিরা খাতুন ও সেলিনুর রহমান।