আলমডাঙ্গা অফিস: জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলমডাঙ্গায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালিটি আলমডাঙ্গার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার সামসুজ্জোহা, মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক আমিদুল আজম ও জামসিদুল হক মুনি।