Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে দুই কিলোমিটার জুড়ে আগুন, নেভাতে ফায়ার সার্ভিস

এখন সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি , ২০২৫, ০৬:১০:২৬ পিএম

 

মোংলা প্রতিনিধি : পূর্ব সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া ও গুলশাখালীর মাঝামাঝি এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় বনরক্ষীদের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে পুড়ে গেছে কয়েক মিটার বনাঞ্চল।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তাহের মিয়া জানান, আমুরবুনিয়া ফাঁড়ির কাছেই আগুন লেগেছে। বেশ বড় এলাকা। অন্তত দুই কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন বলেন, বনের ভিতর মধু সংগ্রহে মৌয়ালের আগুনে এই আগুনের সূত্রপাত হতে পারে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বনকর্মকর্তা আনিসুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ বনবিভাগের চারটি ফাঁড়ির বনরক্ষীরা মিলে কাজ শুরু করেছে। এছাড়া পূর্ব সুন্দরবনের বন কর্মকর্তারা সেখানে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে তদারকির কাজ করছেন।   আগুনে বনের পশু এবং কি পরিমাণ বনাঞ্চল পুড়ে গেছে, তা আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে বলেও জানান বন কর্মকর্তা আনিসুর রহমান।

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, পূর্ব সুন্দরবনের ডিএফও কাজী নুরুল কবির জানান, জনবল সংকট এবং রাত হয়ে যাওয়ায় আগুন নিভানো সম্ভব হয়নি। তিনি আরও জানান ইতোমধ্যে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেবকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে আগুন বিভাবে লেগেছে এ বিষয় তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।   

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)