আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস চত্বরে মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, কৃষি সম্প্রসসারণ অফিসার কৃষিবিদ আবু জাফর ওবাইদুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহিল কাফি, বিআরডিবি অফিসার শাইলা শারমিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।
উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আশরাফুজ্জামানের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন আলমডাঙ্গা রূপালী ব্যাংক শাখার ব্যবস্থাপক আব্দুল খালেক, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, শেখ আব্দুল জব্বার ও বিভিন্ন ইউনিয়নের কৃষক নেতৃবৃন্দ।
নৌকার উপর বিভিন্ন জাতের কন্দাল ফসল সাজিয়ে নতুন আঙ্গিকে উদ্বোধন অনুষ্ঠান খুবই প্রাণবন্ত হয়ে উঠেছিলো। মেলায় রং-বেরংএর বেলুনে মোড়ানো ১৫ স্টল দর্শনার্থীদের মুগ্ধ করেছে। সেখানে স্থান পেয়েছে বিভিন্ন ফল, ওল, কচু ও উন্নত প্রযুক্তির মাধ্যমে বেশি ফলনশীল চাষের নমুনা।