কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার মাদ্রাসা পর্যায় শ্রেষ্ঠ মাদ্রাসা ও প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন কেশবপুর বাহরুল উলুম কামিল আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফসিয়ার রহমান।
কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সুত্রে জানাগেছে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ মাদ্রাসা পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কেশবপুর বাহরুল উলুম কামিল আলিয়া মাদ্রাসা ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মোঃ ফসিয়ার রহমান। অধ্যক্ষ মোঃ ফসিয়ার রহমান ২০২১ সালের জুন মাসে আলিয়া মাদ্রাসায় যোগদান করার পরে মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনার দিকদিয়ে শিক্ষার পরিবেশসহ ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। একই মাদ্রাসার কামিল প্রথম পর্বের শিক্ষার্থী সানজিদ আক্তার সুমি মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তারা সকলের নিকট দোয়া কামনা করেছেন।