Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন, আজ পুরস্কার বিতরণ

এখন সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর , ২০২৪, ০৬:৫৬:১৪ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে জিলা স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করে যশোর জেলা প্রশাসন।

প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন খুলনা যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস প্রমুখ। এরপর স্কুল অডিটোরিয়ামে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায়য় প্রশ্ন পর্বে ছিলেন খুলনা বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত। আজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

প্রতিযোগিতায় ৫৪টি প্রজেক্ট ও ২৪ প্রতিযোগী অংশ নিয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)