Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোর জেলা ফুটবল এসোসিয়েশন নির্বাচন

আপত্তি পড়েনি, ৪০ ভোটার চূড়ান্ত হতে যাচ্ছেন

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি , ২০২৫, ০২:৫২:৩৫ পিএম

ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে গত বৃহস্পতিবার। প্রথম দিনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিলো নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকায় ছিলেন ৪০ জন। তাছাড়া ২ জন পর্যবেক্ষক ছিলেন। খসড়া ভোটার তালিকার ওপর আপত্তির দিন ছিলো শুক্রবার (১০ মে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত)। তবে কোনো আপত্তি পড়েনি বলে জানান, নির্বাচন কমিশনার আনিসুজ্জামান পিন্টু। সেক্ষেত্রে আজ শনিবার নিষ্পত্তি তারিখ থাকলেও তার প্রয়োজন থাকছে না বলে জানান এ কর্মকর্তা। একই সাথে ৪০ ভোটার চূড়ান্ত ভোটার হতে চলেছেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে কাল শনিবার (১২ মে বিকেল ৪ টায়)। এছাড়া মনোনয়নপত্র বিক্রি ১৩ মে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত, দাখিল ১৪ মে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত, বাছাই ও খসড়া প্রার্থীতা তালিকা প্রকাশ ১৫ মে, আপত্তি ১৬ মে এবং প্রত্যাহার ১৭ মে সন্ধ্যা ৬ টা পর্যন্ত, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৭ মে সন্ধ্যা সাড়ে ৬ টায়। মোট ১৩ টি পদে চার বছর মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সকল কার্যক্রম হবে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) অস্থায়ী কার্যালয়ে।  নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। প্রেসক্লাব যশোরে অডিটেরিয়ামে দুপুর ৩ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে, ৪০ ভোটার তালিকায় জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে স্থান পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় তালিকায় রয়েছেন সাবেক জাতীয় ফুটবলার খন্দকার রকিবুল ইসলাম, যশোর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীনের , পৌরসভার ক্যাটাগরিতে মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির প্রতিনিধি হিসেবে রয়েছে বর্তমান সভাপতি আসাদুজামান মিঠু ও কাজী তৌফিকুল ইসলাম শাপলা , যশোর জেলা মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি সায়েদা বানু শিল্পী, যশোর জেলা ফুটবল কোচেস এসোসিয়েশন থেকে আলমগীর সিদ্দিকী এবং জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে ভোটার হয়েছেন সোহেল আল মামুন নিশাদ। এছাড়া তালিকায় ১৫টি ক্লাব প্রতিনিধি, ৮টি উপজেলা ক্রীড়া সংস্থা ও ৮টি উপজেলা ফুটবল এসোসিয়েশন প্রতিনিধির নাম রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)