নিজস্ব প্রতিবেদক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)র উদ্যোগে কবিতা পাঠ ও আলোচনাসভা শুক্রবার বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ মুস্তাফিজুর রহমান।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, অধ্যাপক সুরাইয়া শরীফ, কবি মামুন আজাদ।
সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজলের পরিচালনায় কবিতা পাঠ করেন, এডিএম রতন, আহমেদ মাহাবুব ফারুক, রাজপথিক, কাজী নূর, সঞ্জয় নন্দী, অ্যাড, মাহমুদা খানম, অরুণ বর্মন, ভদ্রাবতী বিশ^াস, জাহিদুল ইসলাম যাদু, নাজমুন নাহার, আশরাফুল হাসান বিপ্লব, হেলাল উদ্দীন, শ্রাবন্তী সরকার, হাজারী লাল সরকার, ইরফান খান, সানজিদা ফেরদৌস, আমিনুল ইসলাম, শরীফ হোসেন ধীমান প্রমুখ।