Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রূপসায় বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এখন সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি , ২০২৫, ০৪:২২:৫৬ পিএম

 

রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাপনী দিনে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠান শুক্রবার বিকেলে পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ সচিব) ইউসুপ আলী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, বীরমুক্তি যোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান মাও. আবদুল্লাহ যোবায়ের, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তুহিন রায়। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।

শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম ও সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন হিসাবরক্ষক কর্মকর্তা মদন কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, তেরখাদা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, অধ্যাপক আল মামুন সরকার, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, প্রধান শিক্ষক সরোজ কুমার হালদার, ফাল্গুনী মুখার্জি, প্রকৌশলী সুখেন রায়, গোপাল চন্দ্র কুশারী প্রমুখ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)