নিজস্ব প্রতিবেদক: ফৌজদারি মামলার বিচার ব্যবস্থায় বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও তার সমাধান করে ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে যশোরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সেমিনার কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর। সভায় অংশ নেন, যশোরের পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ইদ্রিস আলী, আইনজীবী সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলুসহ জজ ও জুডিসিয়াল আদালতের বিচারকবৃন্দ।
সভায় ফৌজদারি বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রধান ও প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিচারকার্যকে আরো ত্বরান্বিত ও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।