Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাজনকে গণসংবর্ধনা

এখন সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারি , ২০২৫, ০৯:৪১:১৭ এম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা জেলার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতে গোয়ালপাড়া গ্রামবাসী এবং রোববার বিকেলে হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গোপালপুর, চন্দ্রপাড়ার, হোগলডাঙ্গা ও কল্যাণপুরসহ ৪ গ্রামের শতশত জনগণ প্রিয় নেতাকে সংবর্ধনা প্রদান করেন। তাদের অকৃত্রিম ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি।
হোগলডাঙ্গা গ্রামের প্রবীণ ব্যক্তি বাহাদুর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন।
বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম মোল্যা, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সজল লস্কর, প্রবীণ প্রাক্তন শিক্ষক মফিজুল ইসলাম, যুবলীগ নেতা খান তৈয়েবুর রহমান, গোপালপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক কাজী নজরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক চঞ্চল বিশ্বাসসহ আরোও অনেকে। গত ৮ মে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)