Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মনোহরপুর ও লেবুতলায় ফাতেমা আনোয়ারের নির্বাচনী গণসমাবেশ

এখন সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারি , ২০২৫, ১১:০৯:৪৬ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার মনোহরপুর ও লেবুতলায় নির্বাচনী গণসমাবেশ করেছেন। বুধবার বিকেলে মনোহরপুরে ও সন্ধ্যায় লেবুতলা ইউনিয়ন পরিষদ মাঠে গণসমাবেশ করে ভোট প্রার্থনা করেন তিনি।

ইছালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্রীপদ দাসের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান। বক্তব্য রাখেন, ইছালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, ১,২ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার শাহানাজ খাতুন শিলা।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, জেলা যুবলীগের সদস্য সৈয়দ মুনসুর আলম, বিপ্লব সুলতান বিপু, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক শেখ মাহমুদ হোসেন প্রমুখ।

একইদিন সন্ধ্যায় লেবুতলা ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী গণসমাবেশে বক্তব্য রাখেন ফাতেমা আনোয়ার। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান।

লেবুতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক শেখ মাহমুদ হোসেন, অধ্যাপক জহির হাসান, ইউনিয়ন যুবলীগ নেতা মইন উদ্দীন মঈন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)