বসুন্দিয়া প্রতিনিধি: বাঘারপাড়া উপজেলার ৯নম্বর জামদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সচিব মোঃ জুলফিক্কার আলী, উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তা বাবু বিজন কুমার রায়, বাবু কল্লোল কুমার হালদারসহ ইউনিয়নের সকল সদস্য। বাজেট ঘোষণা করেন ইউনিয়নের সচিব মোঃ আব্দুস সালাম। ২০২৪/২০২৫ অর্থ বছরে ১ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার ৭৯২ টাকার সম্ভাব্য বাজেট ধরা হয়েছে। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫১ লাখ ২২ হাজার ৫৪২ টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ লাখ ৪৭ হাজার ২৫০ টাকা।