পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে শ্রমিকদের নীতিমালা নিন্মতম কাজের রেট (মুজুরি) বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনসভা, সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সুজাউদ্দীন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মুস্তারী সুলতানা পুতুল, মোঃ সাজ্জাত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বাবু বিপ্লব কুমার নাথ । অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আলফাজ হোসেন বিশ্বাস।