শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর আতরজান মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং তাপদাহ প্রতিরোধে বৃক্ষরোপণের ভূমিকা বিষয়ে বিজ্ঞানসভা ও বক্তৃতা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শ্যামনগর আতরজান মহিলা ডিগ্রি কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ জিএম আমির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য সাতক্ষীরা-৪ এসএম আতাউল হক দোলন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উর্ধ্বতন আর্টিস্ট কাম অডিও ভিজ্যুয়াল অফিসার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সৌমিত্র কুমার বিশ্বাস, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, রাবেয়া খাতুন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রভাষক সুশান্ত কুমার বাবু লাল।
প্রধান অতিথির বক্তব্যের পর অত্র কলেজের বিজ্ঞানাগারের উন্নতির লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুদানের ২ লাখ টাকার চেক অধ্যক্ষের হাতে তুলে দেয়া হয়।