নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালিতে বাসের ধাক্কায় মোশারফ হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে খালিশপুর-কোটচাঁদপুর সড়কের কাটাখালিতে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কালীগঞ্জ উপজেলার দুদরাজপুর গ্রামের হেলার উদ্দীনের ছেলে।
পথচারীরা জানান, কালীগঞ্জ থেকে ছেড়ে আসা শাপলা পরিবহননের একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ১৪-৬২৭০) খালিশপুরে যাওয়ার পথে কাটাখালি নামক স্থানে ওই মোটরসাইকেল চালককে ধাক্কা দেয়। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার জানান, ঘাতক শাপলা পরিবহনের বাসটি আটক করা হয়েছে।