শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়ারা সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে তাকে গণসংবর্ধনা দেয়া হয়।
কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন তৈয়ব ও সদস্য আকিদুল ইসলামের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর মোল্লা সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা মহিলা আওয়ামী লীগের সদস্য ইসমাত আরা হ্যাপি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা খন্দকার মাশরুর রেজা কুটিল, ৩ নম্বর শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশিকুর রহমান ডাবলু, কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বারেক আহমেদ, নাকোল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।