বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়ায় ‘উত্তম কৃষি চর্চা (জিএপি) নিয়ে কৃষকদের সার্টিফিকেশন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় অফিসার্স ক্লাবের হল রুমে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে এ প্রশিক্ষণ।
বিশ্বব্যাংকের সহযোগিতায় প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে ২৫ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সুশান্ত কুমার তরফদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার আবু তালহা, বাঘারপাড়া উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার তরুন রায়, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু দাউদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।