Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ১২:৩৯:১১ এম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার ধলবাড়িয়া গ্রামে ইউনিয়ন পরিষদ সড়কে বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভাই শেখ গোলাম মোস্তফা (৩০) জানান, বুধবার দিবাগত রাত ২ টার দিকে ৫/৬ জনের সশস্ত্র ডাকাত দল তার ভাইয়ের দোতলা বাড়ির নিচতলার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। নিচতলায় কেউ না থাকায় ডাকাতদল বাড়ির দোতলায় গেট ও ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ভাবী রিনা পারভীন (৪৮) ও ভাতিজা শেখ আসাদুজ্জামান বাবু (২৩)সহ পরিবারের সদস্যদের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে। এসময় তারা বাড়ির সবার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদের একটি ঘরে আটকে রেখে নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা ও আনুমানিক ৭ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে নেয়। প্রায় ঘণ্টাব্যাপী লুটপাট চালানোর পর দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় বাড়ির সিসিটিভি’র মেমোরিকার্ড খুলে নিয়ে যায়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসার আগে ডাকাতরা নিরাপদে চলে যায়। খবর পেয়ে রাতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে শেখ আসাদুজ্জামান বাবু বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার (৫৮) সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)