Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইসলামকাটি দলিল লেখক সমিতির  নেতৃত্বে বিকাশ-সালাম

এখন সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর , ২০২৪, ০৬:৪৩:১৭ পিএম

 

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার ইসলামকাটি দলিল লেখক সমিতির দুই বৎসর মেয়াদী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিকাশ কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক পদে  সালাম সরদার নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ইসলামকাটি রেজিট্রি অফিসে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৮৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে একটি ভোট বাতিল করা হয়। নির্বাচনে সভাপতি পদে বিকাশ কুমার মজুমদার ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই পেয়েছেন ৩৭। সাধারণ সম্পাদক পদে সালাম সরদার ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আত্তাফ শেখ পেয়েছেন ৩৩ ভোট।

রেজিট্রি অফিসের ভারপ্রাপ্ত সাব রেজিস্ট্রার ইমরুল হাসান বেলা দেড়টায় ফলাফল ঘোষণা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)