Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় জাল নোট শনাক্তকরণে গণসচেতনতা কর্মশালা

এখন সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ০৬:৪৯:৩১ পিএম

আলমডাঙ্গা অফিস : বাংলাদেশ ব্যাংক ও আলমডাঙ্গা সোনালী ব্যাংক শাখার যৌথ উদ্যোগে গতকাল আলমডাঙ্গায় জাল নোট সনাক্তকরণ ও প্রচলন প্রতিরোধে গণসচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় স্থানীয় জেস টাওয়ারের কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের যুগ্মপরিচালক মোতাহার হোসেন, সহকারী পরিচালক শাহিনুর আলম ও আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। সোনালী ব্যাংক অফিসার ফাহিম রেজা নুর’র উপস্থাপনায় বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আব্দুল কুদ্দুস, আলমডাঙ্গা সোনালী ব্যাংক শাখার ব্যাবস্থাপক এইচ এম আব্দুল আওয়াল, সিনিয়র অফিসার এনামুল হক, আলমডাঙ্গা কৃষি ব্যাংক শাখার ম্যানেজার আব্দুল জব্বার ও জনতা ব্যাংক আলমডাঙ্গা শাখার ম্যানেজার জুলফিকার আলী। কোরবানী ঈদের আগে সোনালী ব্যংকের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)