শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধে গড়াই নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজের পর এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ওই যুবকের নাম খাইরুল ইসলাম (৩৫)। তিনি পাশ্ববর্তী শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামের সব্দুল মোল্যার ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে লাঙ্গলবাঁধ-নাদুরিয়া খেয়াঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে খাইরুল গড়াই নদী পারের সময় হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে শ্রীপুর, শৈলকূপা ও রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে খুলনা থেকে আসা চৌকস ডুবুরি দল বিকেল ৩ টার দিকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লাশটি তাদের হেফাজতে নেয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, জায়গাটা তিন জেলার মোহনা। স্থানটি রাজবাড়ী জেলার মধ্যে হওয়ায় লাশটি রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে হস্তান্তর করা হয়েছিল।