মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ-২০২৪। শনিবার শুরু হওয়া এ ভূমিসেবা সপ্তাহ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।
‘‘স্মার্ট ভূমি সেবা, ‘স্মার্ট নাগরিক’-এই প্রতিপাদ্যে এইদিন সকাল সাড়ে ১১ টার দিকে প্রধান অতিথি থেকে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল।
এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো:মোমিনুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মো: ওয়াহিদুজ্জামান, ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মো:এনামূল কবিরসহ বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভূমি সংক্রান্ত পরামর্শ ও সেবা দিতে উপজেলা ভূমি অফিসে একটি স্টল বসানো হয়েছে।