নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের পুড়াপাড়া বাজারে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে ইয়াছিন আরাফাত (১৯) নামে একজনকে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পুড়াপাড়া বাজারে সাইফুল ইসলাম জুয়েলের দোকানের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ইয়াছিনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ইয়াছিনের পিতা ইন্তাদুল সরদার কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী আরোজের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৫ দিন পুর্বে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সৃষ্টি হয় ইয়াছিন আরাফাতের সাথে কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি আরোজের। সেই বিরোধের জের ধরে ইয়াছিন আরাফাতকে একা পেয়ে বাজারের মধ্যে বেধরক পিটিয়েছে আরোজ।