Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় স্ত্রীর কামড়ে জিহ্বার অর্ধেক কেটে গেছে স্বামীর

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি , ২০২৫, ০২:৫৮:১০ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলায় কামড় দিয়ে স্বামীর জিহ্বা অর্ধেকেরও বেশি কেটে ফেলেছেন স্ত্রী। পারিবারিক কলহের জেরে স্বামী সোহাগ হোসেনের (২৭) জিহ্বায় কামড় দেন স্ত্রী সীমা খাতুন। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সোহাগ চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের মোজাম্মল হকের ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্বজনেরা জানিয়েছেন, সোমবার সোহাগ ও তার স্ত্রীর মধ্যে গোলযোগ হয়। সীমা তখন ক্ষুব্ধ হয়ে সোহাগের জিহ্বায় কামড় দিলে অর্ধেকের বেশি কেটে যায়।  তার চিৎকারে  বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।

সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকরা জানান, জিহ্বা কেটে যাওয়ায় সোহাগ ঠিকমতো কথা বলতে পারছেন না। তাকে সব ধরণের চিকিৎসা দেয়া হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)