যশোরে নিউক্লিয়ার মেডিসিন বিষয়ক সায়েন্টিফিক সেমিনার

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০৯:৩১:০৬ এম

 

নিজস্ব প্রতিবেদক : যশোরে নিউক্লিয়ার মেডিসিন বিষয়ক একটি সায়েন্টিফিক সেমিনার হয়েছে। ইনস্টিটিউট অব নিউক্লিয়াস মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্স (ইনমাস) সেমিনারটির আয়োজক। সোমবার দুপুরে প্রতিষ্ঠানের মান্টিপারপাস হল রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইনমাস যশোরের পরিচালক ডা. জামিউল হোসাইন। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের জীব বিজ্ঞান বিভাগের পরিচালক অধ্যাপক ডা. ফারিয়া নাসরিন। বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর মেডিকেল কলেজের (যমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসনাত মোহম্মদ আহসান হাবীব, যশোর জেনারেল হাসপাতালের  তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) যশোরের সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) যশোর জেলা শাখার আহবায়ক ডা.এমএ বাশার, সদস্য সচিব ডা. গোলাম মোর্তুজা, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. অনুপম দাস।

বক্তব্য রাখেন যমেকের অর্থোপেডিক্স বিভাগের সাবেক অধ্যাপক ডা. গোলাম ফারুক, ডা. এ এইচ এম আব্দুর রউফ, নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজমুল হক, শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম রঞ্জু, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনির হাসান প্রমুখ।

সেমিনারে উপস্থিত ছিলেন যমেকের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুর রহিম মোড়ল, ডা. আহাদ আলী মহলদার, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. জাহাঙ্গীর হোসেন, সিএমএইচের ডা. লে. কর্ণেল আজিজ মাহমুদ, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ, চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুতফুন্নাহার লাকি, অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডা. ওহিদুজ্জামান ডিটু, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ জ্যোতি ঘোষ, গাইনি বিভাগের চিকিৎসক ডা. রেবেকা সুলতানা দিপা প্রমুখ। সঞ্চালনা করেন ইনমাসের ডা. দিপান্তিতা।