Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে কোরবানির পশুর হাট জমেনি

এখন সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারি , ২০২৫, ১০:০৯:২১ এম

 

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলায় কোরবানির উপযুক্ত পশু মজুদ রয়েছে ১৪ হাজার ৯৬টি। বিপরীতে পশুর চাহিদা ১১ হাজার ৮০২টি। তবে পৌরসভার পশুর হাটে বেচাবিক্রি তেমন না হওয়ায় হতাশ হাটের ইজারাদার।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় গরু রয়েছে ৩ হাজার ৮১৫ টি ও ছাগল রয়েছে ১০ হাজার ২৫৬টি।

সোমবার দুপুরে পৌর শহরের পশুর হাটে গিয়ে দেখা যায়, গরু-ছাগল হাটে খুব কম।  ছাগলের ব্যবসায়ী মধ্যকুল গ্রামের আবুল হোসেন দৈনিক স্পন্দনকে বলেন, বিক্রি তেমন একটা নেই। ছাগলের দামও খুব কম।

পশুর হাটের ইজারাদার অহেদুউজ্জামান দৈনিক স্পন্দনকে বলেন, পৌর সভার পশুর হাটে খুব বেহাল অবস্থা। গরু-ছাগল রাখার উপযুক্ত স্থানের খুব অভাব। ক্রেতা-বিক্রেতাদের চলাচলের খুব সমস্যা। এখানে পয়নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। যার কারণে হাটে গরু-ছাগলের পাইকারি ব্যবসায়ীরা এখন আর আসতে চায় না।

তিনি বলেন, পৌর সভার আশেপাশে আরো কয়েকটি পশুর হাট গড়ে উঠেছে। যার কারণে পৌর সভার পশু হাটের গুরুত্ব কমে গেছে। এ বছর ইজারার টাকা উঠবে না। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)