মাগুরা প্রতিনিধি
বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় শালিখা উপজেলায় সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে। আড়পাড়া সরকারি আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩০ প্রশিক্ষণার্থী নিয়ে এই প্রশিক্ষণের সমাপনী হয়। প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো: নাসির উদ্দিন। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস। উপজেলা নির্বাহী অফিস সংলগ্ন পুকুরে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সেই সাথে ৬ টি বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক ছাত্র নিয়ে একই পুকুরে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২ টি স্টাইলে, ২টি গ্রæপের এই প্রতিযোগিতায় ছাত্রদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।