নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার বাহাদুরপুর মেহগুনিতলা এলাকার একটি পুরনো কাগজ ও প্লাস্টিকের ভাঙড়ির দোকানে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সব মালামাল। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের সদস্যরা পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, সদর উপজেলার পাগলাদাহ গ্রামের আব্দুস সালাম বাহাদুরপুর মেহগুনিতলায় যশোর-মাগুরা মহাসড়েকের পাশের একটি ভাঙড়ির দোকান পরিচালনা করেন। তার দোকানে পুরনো কাগজ ও প্লাস্টিকসহ নানান ধরণের ভাঙড়ি মালামাল মজুদ করা ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ওই দোকানের উপর ধোয়ার কুন্ডলি দেখতে পান স্থানীয়রা। এরপর তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। একইসাথে পার্শ্ববর্তী বাসাবাড়ির লোকজন সরিয়ে নেয়। এ কারণে আগুনে ওই দোকানের পুরনো কাগজ ও প্লাস্টিক পুড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।
যশোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানিয়েছে, ওই গোডাউনের পাশের বাসাবাড়ি থেকে আগুন লাগতে পারে। ওই বাড়ির রান্নাঘরে থানা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুলিশ বা ফায়ার সার্ভিসের কোন পক্ষ থেকে আগুনের সূত্রপাতের কোন তথ্য পাওয়া যায়নি।