কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বোয়ালিয়া বিলে শুক্রবার বিকালে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিমোহিনী ইউনিয়নের সরসকাটি, ঘোপসানা, মেহেরপুর এর যুব সমাজের যৌথ উদ্যোগে বোয়ালিয়া বিলে ঘোড়ার দৌড় অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের দশটি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঘোড়দৌড় প্রতিযোগিতায় অভয়নগর উপজেলার রকেট নামের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অধিকার করে মায়ের দোয়া বাড়ি অভয়নগর, তৃতীয় স্থান অধিকার করেছে পাখি বাড়ি অভয়নগর।
ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুনার রশিদ মন্টু, ইউপি সদস্য ইলিয়াস হোসেন সবুজ। স্থানীয় ইচ্ছা বিডি ক্যাফে হাউজের সত্ত¡াধিকারী মোঃ জুয়েলের আর্থিক সহযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৭ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা ও চতুর্থ পুরস্কার ৪ হাজার টাকা প্রদান করা হয়।