খুলনা প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে আগামী ২৩ জুন (রোববার) খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) খুলছে। এদিন থেকে অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে। এছাড়া আবাসিক হলসমূহ গত ২০ জুন সকাল ৬টা থেকে খুলে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গত ০৯ থেকে ২০ জুন পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।