নিজস্ব প্রতিবেদক : ‘বিশ্ব জাগাও গানের সুরে, বিশ্ব দানব পালাক দূরে’ প্রতিপাদ্যে সামনে রেখে যশোরে বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব সঙ্গীত দিবস।
কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত সংগঠন সমন্বয় পরিষদ মধুমতি অঞ্চল শুক্রবার এর আয়োজন করে।
বিকাল সাড়ে ৫টায় শোভাযাত্রা যশোর শহর প্রদক্ষিণ করে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনাসভা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ মধুমতি অঞ্চলের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্ব আলোচনায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি দীপংকর দাস রতন, সুরবিতানের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস ও পুনশ্চের সাধারণ সম্পাদক পান্নালাল দে। স্বাগত বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
গণসঙ্গীতের মাধ্যমে শুরু হয়ে লোক সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। প্রায় দেড় ঘন্টা অনুষ্ঠানে জেলার সব সংগঠনের শিল্পীর অংশ নেয়। বিপুল সংখ্যক শ্রোতাও উপভোগ করে অনুষ্ঠানটি।