প্রেস বিজ্ঞপ্তি : যশোর সাহিত্য পরিষদের আয়োজনে আজ শুক্রবার দুই বাংলার কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হবে ‘কবিতামুহূর্ত’। বিকাল ৪টা ৩০ মিনিটে ক্লাবের দ্বিতীয় তলায় শহিদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে কবিতা পাঠ ও আবৃত্তির এ আয়োজন।
ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান কবি গৌতম চৌধুরী, পিলসুজ পত্রিকার সম্পাদক কবি সমীর দে রায়সহ কথা বলবেন, কবিতা/ছড়া পাঠ করবেন খ্যাতিমান শিশু সাহিত্যিক ফারুক নওয়াজ, কথাশিল্পী পাভেল চৌধুরী, কবি সুহিতা সুলতানা, ভাস্কর মাহবুব জামাল শামীম, কবি নান্নু মাহবুব, বিশিষ্ট লেখক ও গবেষক বেনজিন খান, কবি কাজী মাজেদ নওয়াজ, কবি উত্তম চক্রবর্তী, কবি মারুফুল আলম, বিশিষ্ট লেখক ও সাংবাদিক সাজেদ রহমান, কবি ও নাট্যকার তন্নী আরেফিনসহ বিশিষ্ট কবি-লেখকগণ। আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী শ্রাবণী সুর, সাধন দাস, কাজী শাহেদ নওয়াজ প্রমুখ।