নিজস্ব প্রতিবেদক : যশোরে ‘কবিতামুহূর্ত’ শীর্ষক কবি সমাবেশ হয়েছে। যশোর সাহিত্য পরিষদের উদ্যোগে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে শুক্রবার বিকেলে এ সমাবেশ হয়। কবিকন্ঠে কবিতা পাঠ আর বাচিক শিল্পীদের অংশগ্রহণে মিলনায়তন হয় কবিতা ময়।
এই আয়োজনে কথা বলেন ও কবিতা পাঠ করেন ভারতের পশ্চিমবঙ্গের কবি গৌতম চৌধুরী, কবি সমীর দে রায়, বাংলাদেশের শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ, কবি সুহিতা সুলতানা, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌলা, নান্নু মাহমুদ, মাহমুদা রিনিসহ স্বনামধন্য কবি, লেখকবৃন্দ।
সভাপতিত্ব করেন যশোর সাহিত্য পরিষদের সভাপতি শাহীন ইকবাল। সঞ্চালনা করেন যশোর সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট বাচিক শিল্পী কাজী মাজেদ নওয়াজ। আবৃত্তি করেন রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, সাংস্কৃতিক জন হারুণ অর রশীদ, কাজী শাহেদ নওয়াজ, মারুফুল আলম, উত্তম চক্রবর্তী প্রমুখ।