এ,বি সিদ্দিক মন্টু, চৌগাছা : যশোর-২ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান বলেছেন, আমাদের ছাত্র ও যুব সমাজ মাদকের গ্রাসে নিমজ্জিত হোক সেটা আমরা কখনই চাইবো না। তাই মাদক প্রতিরোধে আমাদের সকলকে সোচ্চার হয়ে একসাথে কাজ করতে হবে এবং সমাজকে রক্ষা করতে হবে।
তিনি মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে মাসিক আইন শৃংখলা কমিটির সভায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় আলোচনা করেন নবাগত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী প্রমুখ।