Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

গদখালীর তিন চাষিকে জারবেরার চারা ও শেড নির্মাণ সামগ্রী প্রদান

এখন সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর , ২০২৪, ০৫:২৫:২৪ পিএম

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার গদখালীর ফুল চাষিদের মাঝে জারবেরা ফুলের চারা ও শেড নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ‘যশোর জেলার ঐতিহ্যবাহী পণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের’ তিন ফুল চাষিকে সাত হাজার জারবেরা ফুলের টিস্যু কালচার চারা ও তিনটি শেড নির্মাণের সামগ্রী দেয়া হয়।
বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম (জীফ) এর যৌথ উদ্যোগে ফুল ও শেড নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা অর্ধেন্দু পাঁড়ে, বেডস্রে প্রকল্প ব্যবস্থাপক আসাদুল হাসান জুয়েল ও আনোয়ারুস সাদাতসহ অন্যান্যরা। সুবিধাভোগীরা হলেন, গদখালী পটুয়াপাড়া গ্রামের বোরহান হোসেন, ওসমান আলী ও হাড়িয়ার রেশমা খাতুন।
ফুলচাষি বোরহান হোসেন বলেন, আমরা অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে। তাই উন্নত জাতের ফুলচাষ করাটা অনেকটাই স্বপ্নের মতো ছিল। বেডস্রে সহযোগিতা পেয়ে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)