ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার গদখালীর ফুল চাষিদের মাঝে জারবেরা ফুলের চারা ও শেড নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ‘যশোর জেলার ঐতিহ্যবাহী পণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের’ তিন ফুল চাষিকে সাত হাজার জারবেরা ফুলের টিস্যু কালচার চারা ও তিনটি শেড নির্মাণের সামগ্রী দেয়া হয়।
বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম (জীফ) এর যৌথ উদ্যোগে ফুল ও শেড নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা অর্ধেন্দু পাঁড়ে, বেডস্রে প্রকল্প ব্যবস্থাপক আসাদুল হাসান জুয়েল ও আনোয়ারুস সাদাতসহ অন্যান্যরা। সুবিধাভোগীরা হলেন, গদখালী পটুয়াপাড়া গ্রামের বোরহান হোসেন, ওসমান আলী ও হাড়িয়ার রেশমা খাতুন।
ফুলচাষি বোরহান হোসেন বলেন, আমরা অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে। তাই উন্নত জাতের ফুলচাষ করাটা অনেকটাই স্বপ্নের মতো ছিল। বেডস্রে সহযোগিতা পেয়ে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে।